দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু জর্দি আলবার অবসরের ঘোষণায় আবেগাপ্লুত হয়েছেন লিওনেল মেসি। ৩৬ বছর বয়সে আলবা ঘোষণা দিয়েছেন, চলতি ২০২৫ মৌসুম শেষে তিনি ফুটবলকে বিদায় জানাবেন।আলবা মে মাসে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৭ পর্যন্ত নতুন চুক্তি করলেও, মঙ্গলবার হঠাৎ করেই জানিয়ে দেন—এ মৌসুম শেষে আর মাঠে নামবেন না। বার্সেলোনা ও ইন্টার মায়ামিতে একসঙ্গে ৪০০টির বেশি ম্যাচ খেলা এই স্প্যানিশ তারকার অবসরে গভীর অনুভূতি প্রকাশ করেছেন মেসি।ইনস্টাগ্রামে আলবার পোস্টে মেসি লিখেছেন, 'ধন্যবাদ জর্দি। তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে খেলার পর বাঁ দিকের দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে। তুমি আমাকে এত বছর যত অ্যাসিস্ট দিয়েছ... এখন কে আমায় পাস দেবে?'২০১২–১৩ মৌসুমে বার্সেলোনায় একসঙ্গে খেলা শুরু করেন মেসি ও আলবা। তারপরের এক দশকে তাদের জুটি ইউরোপীয় ফুটবলে অন্যতম সফল...