এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত দুটি ইনসুইঙ্গারে প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে বাংলাদেশের দাপুটে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মারুফা আক্তার। মঙ্গলবার আইসিসি নারী ওয়ানডে র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে তার পুরস্কার পেলেন ২০ বছর বয়সি এই পেসার। বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন মারুফা। রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১১। পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৩ রানে এক উইকেট নেওয়া লেগ-স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে। ১৯ রানে দুই উইকেট নেওয়া আরেক স্পিনার নাহিদা আক্তার আগের মতোই নয় নম্বরে রয়েছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনি শীর্ষে। ব্যাটারদের র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। বিশ্বকাপে সেঞ্চুরির সুবাদে ব্যাটারদের তালিকায় শীর্ষ পাঁচে উঠেছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।...