শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটি শেষে বুধবার (৮ অক্টোবর) থেকে খুলেছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী পূজা উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়। এ ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটি। এর সঙ্গে সাপ্তাহিক দুইদিনের বন্ধও অন্তর্ভুক্ত ছিল। এ ছুটি চলে মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত। ছুটি ছিল টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলো এই ছুটির আওতায়। গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ছিল ঐচ্ছিক ছুটি। ছুটির সময় শিক্ষার্থীদের যেন পরীক্ষার চাপ...