দেশের বিভিন্ন স্থানের বেহাল ১৪০টি থানা, পুলিশ ফাঁড়ি/তদন্ত কেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশ কেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা, আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার ও হাইওয়ে পুলিশের আউটপোস্ট নতুন রূপে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। জরুরি এ সংস্কারে ব্যয় হবে ৭০৭ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা। ‘দেশের বিভিন্ন স্থানে ফাঁড়ি/তদন্ত কেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশ কেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা ও আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার এবং হাইওয়ে পুলিশের জন্য থানা আউটপোস্ট নির্মাণ’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ পুলিশ। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে পাঁচ শতাধিক থানা পোড়ানো-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কিছু থানা রেভিনিউ বাজেটের আওতায় সংস্কার করা হয়েছে। কিছু থানার অবস্থা...