‘বাজারে সংকট নেই, আমাদের সারের সর্বোচ্চ মজুত আছে’—শেরপুর জেলা কৃষি বিভাগের এমন কথার ঢোল পেটালেও মাঠের বাস্তব চিত্র ভিন্ন। ন্যায্য দাম দূরে থাক, সার নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন কৃষকরা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলারদেরকে জরিমানা করেও কাটছে না সংকট। সার নিয়ে এমন হযবরল পরিস্থিতি শেরপুরে। সরেজমিন বিভিন্ন বাজারে দেখা যায়, সরকারিভাবে ৫০ কেজি টিএসপি সারের দাম এক হাজার ৩৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায়। ডিএপি বা ড্যাপ সারের দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ থাকলেও বিক্রি হচ্ছে এক হাজার ৩৫০ টাকা বা তারও বেশি দামে। আর মিউরেট অব পটাশ (এমওপি) সারের দাম এক হাজার টাকা হলেও বিক্রি হচ্ছে এক হাজার ৩৫০ টাকায়। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত...