বায়ুদূষণের শীর্ষে আজ মিশরের কায়রো। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে আট নম্বরে। বুধবার (৮ অক্টোবর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কায়রোর দূষণ স্কোর ১৮৫ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। এই শহরের দূষণ স্কোর ১৮৩ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। পলিথিন ও বায়ুদূষণের বিরুদ্ধে সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, চতুর্থ পাকিস্তানের লাহোর এবং রাজধানী ঢাকা রয়েছে আট নম্বরে। ঢাকার দূষণ স্কোর ১৪৫ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০...