কবরস্থানের খাদেম মো.আলীজান জানান, তিনি ও তার সহকর্মী মো. শাহীন দীর্ঘদিন ধরে ঈমামবারি উচু কবরস্থান দেখাশুনা করছেন। প্রতিদিনের মতো গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টায় কাজ শেষে তারা কবরস্থান থেকে চলে যান। পরদিন ৩০ সেপ্টেম্বর ভোর ৫টায় এসে দেখতে পান পিলারে কিছু তার ঝুলছে বাকি তার চোর কেটে নিয়ে গেছে। পুরো কবরস্থান জুড়ে প্রায় ৪ কয়েলের বেশি তার ছিল, সব কেটে চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই দিনই থানায় মামলা করেন তিনি। স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ...