যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করে বিতর্ক আরও উসকে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সর্বশেষ আদেশ অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) শিকাগোর বাইরে এক সেনাঘাঁটিতে শত শত ন্যাশনাল গার্ড জড়ো হন। এই উত্তপ্ত পরিস্থিতিতেই শহরে আরও সেনা পাঠানো এবং ইনসারেকশন অ্যাক্ট (অভ্যুত্থান দমন আইন) প্রয়োগের হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, বহু পুরোনো আইনের বলে আদালতের বাধা উপেক্ষা করে সেনা পাঠানো যাবে। যদিও স্থানীয় ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছে। ফেডারেল আইনে বেসামরিক আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী মোতায়েন নিষিদ্ধ হলেও, ‘ইনসারেকশন অ্যাক্ট’ এই নিয়মে ব্যতিক্রম ঘটায়। এর মাধ্যমে সেনারা সরাসরি আইন প্রয়োগ ও গ্রেফতারে অংশ নিতে পারে। ন্যাশনাল গার্ড সাধারণত গভর্নরের অধীনে থাকে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় মোতায়েন হয়। তবে ট্রাম্পের আদেশে তাদের ভূমিকা মূলত ফেডারেল সম্পদ রক্ষা ও...