কয়েকদিন আগেই আবুধাবির মরুভূমিতে আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছিল বাংলাদেশ দল। সেই সুখ স্মৃতি তাজা থাকতেই আজ সন্ধ্যায় প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই ভিন্ন ফরম্যাট হলেও ফুরফরে মেজাজে রয়েছে মেহেদী হাসান মিরাজের দল। মঙ্গলবার সিরিজ জয়ের ব্যাপারে সংবাদ সম্মেলনে অধিনায়ক কিছু না বললেও ভক্তদের বুঝতে বাকি নেই কী চায় লাল-সবুজ প্রতিনিধিরা।ওয়ানডেতে বেশ ধারাবাহিক বাংলাদেশ দল। তবে গত জুনের পর বুধবার ৫০ ওভারের ক্রিকেটে নামছে টিম টাইগার্স। তারপরও আফগানদের বিপক্ষে আত্মবিশ্বাসী মেহেদী হাসান মিরাজের দল। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি, আর তার আগে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে। এটা শুধু আরেকটি সিরিজ নয়, বরং সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভারসাম্যপূর্ণ এক প্রতিদ্বন্দ্বিতা।তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবকটিই হবে আবুধাবিতে। তাই এখানকার কন্ডিশন এবং পিচের...