বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সিজেনকে বলছে জীবন রক্ষাকারী ওষুধ। অথচ বাংলাদেশে প্রয়োজনের সময় প্রায় ৭০ শতাংশ মানুষ ঠিকমতো অক্সিজেন পায় না। যোগাযোগ, প্রস্তুতি ও সরবরাহ পরিষেবার ঘাটতি এবং সেবার নিম্নমানের কারণে সময়মতো অক্সিজেন পায় না মানুষ। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৫’–এ এ কথা বলা হয়। অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে বলা হয়, অক্সিজেনকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সম্মেলনে গবেষক ও বিজ্ঞানীরা বলেন, বাংলাদেশে প্রতিবছর ৭৪ লাখ মানুষের মেডিকেল অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। স্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ ২০২২ সালে অক্সিজেন নিরাপত্তা বিষয়ে একটি কমিশন গঠন করেছিল। ওই কমিশন মেডিকেল অক্সিজেনের নিরাপত্তা বিষয়ে এ বছরের মার্চে একটি প্রতিবেদন প্রকাশ করে। গতকালের অনুষ্ঠানে ল্যানসেট কমিশনের প্রতিবেদনের মূল বিষয়ের...