টানা ১২ দিনের শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসবের ছুটি শেষে বুধবার (৮ অক্টোবর) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ক্লাস শুরু হয়েছে। ছুটি শেষে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে সরব হয়ে উঠেছে স্কুলের প্রাঙ্গণ। এর আগে প্রাথমিক বিদ্যালয়গুলো শারদীয় ছুটি শেষে ইতোমধ্যেই পাঠদান শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছরের ছুটি শুরু হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর। এই দীর্ঘ ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটি। পাশাপাশি সাপ্তাহিক দুই দিনের বন্ধও এতে যুক্ত ছিল। আরো পড়ুন :বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষার চাপমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই নির্দেশনা দিয়েছিল যে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা যাবে না। এ বিষয়ে মাধ্যমিক ও...