গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের দুই বছর পূর্ণ হলো। এই দুই বছরে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। খাদ্য ও ত্রাণের সংকটে এখন চরম দুর্ভিক্ষের মুখে উপত্যকার বাসিন্দারা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা দুই বছর পরও অব্যাহত রয়েছে। হামাসকে নির্মূলের নামে এই অভিযানে ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল ও হাজারো বসতবাড়ি। সর্বশেষ, মিশরের শারম আল-শেখে দ্বিতীয় দিনের আলোচনায় ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে, গাজা থেকে সেনা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক পর্যায়ের বাস্তব গ্যারান্টি ছাড়া কোনো চুক্তি কার্যকর হবে না। একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। হামাসের দাবি, শেষ ধাপের জিম্মি বিনিময়ের সময়ই গাজা থেকে...