০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশন) সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন রোববার (৫ অক্টোবর) বাদ যোহর নিউইয়র্কস্থ ফুলতলী ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। অধিবেশনটি স্থায়ী কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনের প্রধান আল্লামা মঈন উদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূর সাহেবের পরিচালনায় সম্পন্ন হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফিজ নজম উদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি কাউন্সিল অধিবেশনের সফল আয়োজনের প্রশংসা করেন এবং ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব, কর্তব্য ও আদর্শচর্চা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ...