বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোট নেওয়ার প্রস্তাবকে সমর্থন জানিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি মনে করে, গণভোটের ‘হ্যাঁ’-‘না’ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত পরবর্তী সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে। রাজনৈতিক ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন বিএনপির অঙ্গীকার। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দলের নীতিনির্ধারকরা এই অভিমত ব্যক্ত করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রস্তুতি এবং সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নিয়েও আলোচনা হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা একযোগে তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত...