গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার আলোচনায় হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের যুদ্ধ বন্ধ ও পূর্ণ সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চায়। স্থানীয় সময় মঙ্গলবার (৭ অক্টােবর) মিশরের শার্ম আল-শেখে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। একই দিন হোয়াইট হাউসে যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকীতে ট্রাম্প বলেন, “গাজা চুক্তির একটি বাস্তব সম্ভাবনা আছে।” তিনি জানান, আলোচনা বুধবারও (৮ অক্টােবর) চলবে এবং এতে যুক্ত হবেন যুক্তরাষ্ট্র ও কাতারের শীর্ষ কর্মকর্তারা। খবর আল জাজিরার। হামাসের শীর্ষ নেতা ফাওজি বারহুম বলেন, “আমাদের দাবি যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং দখলদার বাহিনীর গাজা থেকে পূর্ণ প্রত্যাহার।” তবে ট্রাম্পের পরিকল্পনায় সেনা প্রত্যাহারের কোনও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। একজন নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ইসরায়েলি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার সঙ্গে ধাপে ধাপে বন্দি...