জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এবারের টুর্নামেন্টে লন্ডনে বসবাসরত সাংবাদিকদের ছয়টি দল অংশ নেয়। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- গ্রুপ-এ: বাংলা কাগজ, ওয়ানবাংলা ইউনাইটেড ও ইউকে বাংলা লাইভ এবং গ্রুপ-বি: দেশ-পত্রিকা ইউনাইটেড, চ্যানেল এস ও মোহামেডান এসসি। ফাইনালে টাইব্রেকারে চ্যানেল এসকে ৪-৩ গোলে হারিয়ে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় এবং সভাপতি মো. জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার আলদীন বলেন, ফুটবল আমাদের ঐতিহ্য। ফুটবলের সাথে মিশে আছে আমাদের আবেগ-নস্টালজিক ভালোবাসা, নিবিড় আবিষ্টতা। কালের পরিক্রমার নানা কারণে এই জনপ্রিয় খেলাকে অপাঙ্ক্তেয় করে দেওয়া হয়েছে। মাতামাতি হচ্ছে ক্রিকেট নিয়ে। বাংলাদেশে তরুণ প্রজন্মের...