ছুটির দিনে পিকনিকে গিয়ে পানির স্রোতে ভেসে গেছে শিশুসহ সাতজন। ঘটনার পর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে চারজন। ভারতের কর্ণাটকের তুমকু জেলার মারকোনাহল্লি বাঁধের নিচের অংশে প্রবল স্রোতে ভেসে যায় তারা। হঠাৎ বাঁধের পানি ছেড়ে দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাঁধ কর্তৃপক্ষ। তুমকুর জেলা পুলিশ সুপার আশোক কে ভি জানিয়েছেন, প্রায় ১৫ জনের একটি দল পিকনিকে গিয়েছিলেন ওই বাঁধে। তাদের মধ্যে নারী ও শিশুসহ সাতজন পানিতে নামে। ঠিক তখনই বাঁধের সাইফন সিস্টেম হঠাৎ করে পানি ছাড়ে। এতে প্রচণ্ড স্রোত তৈরি হয়। এই স্রোতে সাতজনই পানিতে ভেসে যায়। পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এতে নবাজ নামের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে উদ্ধার করে আদিচুনচনগিরি হাসপাতালে...