নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে টার্গেট করে পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে। সেনাবাহিনীকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করার সর্বাত্মক চক্রান্ত লক্ষ করা যাচ্ছে।সেনাবাহিনী সম্পর্কে নানান বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নষ্টের ঘৃণ্য প্রচেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি অন্তত দুটি এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রথমটি ঘটেছে খাগড়াছড়ি ও গুইমারায়। ২৭ ও ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয়টি গুজব এবং তথ্যসন্ত্রাস। সেনাবাহিনী প্রধান যা বলেননি সেটিকে তাঁর বক্তব্য হিসেবে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। খাগড়াছড়ি এবং গুইমারায় কী হয়েছিল : ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেলচালক মামুনের হত্যাকাণ্ড কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এবং অঙ্গসংগঠনসমূহ দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে তিনজন নিহতসহ...