এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই শুরু ১৩ অক্টোবর থেকে। টুর্নামেন্টটি আয়োজিত হবে জর্ডানে। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ অ-১৭ দল সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। আজ আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে রাতে অনুষ্ঠিত সিরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। বিরতির আগে ওপ পরে একটি করে গোল করে দুটি গোল করে বাংলাদেশ। দুটি গোলই করেছে আলপী আক্তার। এদিকে আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেনি যেজন্য বাফুফে গোলদাতা ও গোলের সময়কার তথ্য প্রকাশ করতে পারেনি। এদিকে আগামী ৯ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অবশ্য এ বছরই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আমিরাতের বিপক্ষে ম্যাচ হেরেছিল। এবার কোচ সাইফুল বারী টিটু অ-১৭ দলকে জেতাতে পারেন কিনা সেখানেই সবার চোখ থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ দল আগামী ১০ অক্টোবর...