আজ থেকে ছয় বছর আগে ২০১৯ সালের ৫ আগস্ট রাজ্য হিসেবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় মোদি সরকার। সেই রাতে অভিযান চালিয়ে শত শত কাশ্মীরিকে গ্রেপ্তার করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেদিন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রকৌশলী ও পরিবেশবাদী আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক ভারত সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন। তৎকালীন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমান নাম এক্স) এক পোস্টে ওয়াংচুক লিখেছিলেন, ‘লাদাখের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করার জন্য প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।’ ওয়াংচুক লাদাখের একজন উদ্ভাবক ও শিক্ষাসংস্কারক। নানা বৈজ্ঞানিক উদ্ভাবন ও শিক্ষাসংস্কারমূলক কাজের জন্য ভারতজুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর ‘র্যাঞ্চো’ চরিত্র তাঁকে ঘিরেই তৈরি করা হয়েছে। এ চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। ওয়াংচুক সেদিন লাদাখবাসীর হয়ে...