যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফর বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয় কমপ্লেক্সের সামনে ড্রাম বাজিয়ে ও স্লোগান দিতে দিতে ট্রাম্প ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল- “Dump Trump”, “No Welcome for War Criminals” এবং “Free Palestine Now”। বিক্ষোভকারীদের প্রতিনিধিদল পরে ভবনে প্রবেশ করে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কাছে এক স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে তারা ট্রাম্পের আমন্ত্রণ বাতিল, ইসরায়েল সংশ্লিষ্ট বিনিয়োগ থেকে সরকারকে বিচ্ছিন্ন করা এবং ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়ার ঐতিহ্যগত সমর্থন পুনর্ব্যক্তের আহ্বান জানান। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, তারা আগামী দিনগুলোতে আরও কর্মসূচি হাতে নিয়েছেন—যার মধ্যে রয়েছে গাড়িবহর শোভাযাত্রা, ফ্ল্যাশ মব এবং ২৬ অক্টোবর আমপাং পার্ক এলাকায় “Dump...