বিসিবি নির্বাচনের আগে যে নাটকীয়তা ছিল, সেটার নতুন পর্ব দেখা গেছে নির্বাচনের পরেও। গত সোমবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় সরাসরি মনোনীত হয়েছিলেন দুই পরিচালক। সেই দুই পরিচালকের একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। ইসফাক এনএসসি কর্তৃক বিসিবি পরিচালক মনোনীত হতেই সমালোচনা শুরু হয়। আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতিতে জড়িত ছিলেন ইসফাক- এ নিয়ে সমালোচনার মাত্রা কমেই তীব্র হতে থাকে। এ কারণে ২৪ ঘণ্টার আগেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে এনএসসি। ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেয় ক্রীড়া পরিষদ। তাঁর জায়গায় এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবি পরিচালক হতে যাচ্ছেন রুবাবা দৌলা। করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত। বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন...