গত রোববারের বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত হয়েছেন আরও দুজন। এবার অবশ্য বোর্ডে নতুন পরিচালকের ছড়াছড়ি। ২৫ পরিচালকের মধ্যে ২০ জনই আগে কখনো এ দায়িত্ব পালন করেননি। সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভার বাকি অংশ গতকাল হয়েছে মিরপুরের বিসিবি কার্যালয়ে। সভায় বিসিবির ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বণ্টন করা হয়েছে পরিচালকদের মধ্যে। যেখানে সভাপতি আমিনুল ইসলাম নিজের কাছে রেখেছেন তিনটি কমিটির প্রধানের দায়িত্ব। অন্যদিকে কোনো কমিটিতেই জায়গা হয়নি সাবেক সভাপতি ফারুক আহমেদের। এক নজরে দেখে নেওয়া যাক, পরিচালকেরা কে কোন কমিটির দায়িত্বে- বিপিএল...