বিএনপি ক্ষমতায় গেলে নতুন আশ্রয়ণ প্রকল্পসহ ফটিকছড়ির সার্বিক অবকাঠামো উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর। বেকারত্ব নিরসনে শিল্পকারখানা স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ির পাইন্দং নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। আরও পড়ুনবিএনপির প্রার্থী অর্ধডজন, প্রথমবারের মতো জয়ের চেষ্টায় জামায়াত বৈঠকে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন, আগামী নির্বাচনে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিগগির তিনি দেশে ফিরবেন। দেশের জনগণ আগ্রহভরে তাকে...