ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে নির্বাচন কমিশনকে (ইসি) আরও জোরদার ও শক্ত ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ইসি কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াসহ বেশকিছু পরামর্শ দিয়েছেন তারা।সংলাপে বিশেষজ্ঞরা বলেন, শুধু আইন ও নির্দেশনা জারি করে ক্ষান্ত হলে চলবে না। স্বচ্ছতার সঙ্গে ইসির কার্যক্রম চালাতে হবে। নির্বাচনী কর্মকর্তাদের যথেষ্ট সুযোগ-সুবিধা দিতে হবে। এ সময় জুলাই সনদ ইস্যুতে গণভোট ও সংসদ ভোট একই দিনে করার পরামর্শও দেন তারা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি আয়োজিত নির্বাচনী সংলাপে এসব পরামর্শ দেন নির্বাচন বিশেষজ্ঞরা। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, চার কমিশনার ও ৯ জন সাবেক নির্বাচন কর্মকর্তা এবং একজন পর্যবেক্ষক অংশ নেন।সংলাপে ভোটের সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রথম থেকেই শক্ত অবস্থানে...