নিহতদের মধ্যে একজন হলেন আবু হুরায়রা (২১), তিনি শালিখার পাথরঘাটা গ্রামের বাসিন্দা এবং বাকিয়ার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেটর কর্মী ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তিনি দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিফাত নামে এক ডেকোরেটর মালিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শালিখার শিংড়া বাজার থেকে একটি নাটাই গাড়ি আড়পাড়ার দিকে যাচ্ছিল। পথে বলায় নাঘোসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাটাই গাড়িটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন পথচারী গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা...