৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। এজন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ৪ নতুন মুখ নিয়ে টেস্ট খেলতে আসছেন তারা। টেস্টের তুলনায় তাদের টি-টোয়েন্টি দল বেশি অভিজ্ঞ। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ক্যাড কারমাইকেল, লিয়াম ম্যাকার্থি জর্ডান নিল ও স্টিফেন ডোহেনি। এছাড়া লেগ স্পিনার গ্যাভিনকেও রাখা হয়েছে। এর আগে একাধিকবার তাকে দলে নেয়া হয়েছিল। কখনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ২০২৩ সালে আয়ারল্যান্ড বাংলাদেশে এসে একটি টেস্ট খেলেছিল। যেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। ওই স্কোয়াডে থাকা ৭ জন এবার দুই ম্যাচের সিরিজ খেলতে আসবেন। হাঁটুর চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন মার্ক অ্যাডায়ার। তবে তিনি কেবল টি-টোয়েন্টি সিরিজেই খেলবেন। এই সংস্করণে ফিরেছেন আরেক...