টি-টোয়েন্টি ক্রিকেটের মিছিলে বাংলাদেশ জাতীয় দল শেষ কবে ওয়ানডে খেলেছে তা ভুলতে বসেছেন ক্রিকেট সমর্থকরা। সময়ের হিসেবে চার মাস হলেও মনে হচ্ছে ‘’অনন্তকাল’’ কেবল টি-টোয়েন্টি খেলে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা! সেই অপেক্ষা ঘোচাতেই ৫০ ওভারের ক্রিকেটে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। যাদের শেষ ওয়ানডে খেলা হয়েছে আট মাস আগে, ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে৷ সেই ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সর্বসাকুল্যে এ বছর আফগানিস্তান মাত্র দুইটি ওয়ানডে খেলেছে। বাংলাদেশ অবশ্য একটু এগিয়ে। খেলেছে ছয়টি। যার চারটিতেই আবার হার৷ বৃষ্টিতে একটি পণ্ড আর একটি মাত্র জয়।পরিস্থিতি, পরিসংখ্যান কোনটাই দুই দলের পক্ষে কথা বলছে না৷ তবে বাংলাদেশকে একটু আত্মবিশ্বাস দিচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জয়। শারজাহতে আফগানিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজ শুরু অপেক্ষায় বাংলাদেশ। লম্বা সময় পর ওয়ানডে...