পবিত্র কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি চিরন্তন সত্য ও সার্বজনীন এক জীবনবিধান। এতে আছে ঈমান, আমল, ন্যায়, নীতি, বিজ্ঞান ও ইতিহাস।শুধু অতীতের শিক্ষা নয়; বর্তমান ও ভবিষ্যতেরও পথনির্দেশ। তাই এই কোরআন শুধু পাঠের জন্য নয়; বরং চিন্তা, উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগের জন্য নাজিল হয়েছে। পবিত্র কোরআনের অনন্য বৈশিষ্ট্য—১. আল্লাহর বাণী হিসেবে কোরআন: কোরআন মহান আল্লাহর বাণী, যা প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর ওপর অবতীর্ণ হয়েছে মানবজাতির পথনির্দেশ হিসেবে। এটি সুরা আল-ফাতিহা দিয়ে শুরু হয়ে সুরা আন-নাস দিয়ে সমাপ্ত। এটি কোনো মানুষের রচনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অনন্য অলৌকিক গ্রন্থ। ২. কোরআন পাঠ এক ইবাদত: কোরআন পাঠ করা সতন্ত্র একটি ইবাদত। নামাজে এবং নামাজের বাইরে এর তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা অসীম সওয়াব দান করেন। রাসুল (সা.)...