গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর গত দুই বছরে অন্তত ২ হাজার ১৭০ কোটি ডলার (২১.৭ বিলিয়ন ডলার) সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত একটি নতুন একাডেমিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল ছিল এই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের 'কস্টস অব ওয়ার প্রজেক্টে'র গবেষকেরা এই বিশাল সহায়তার চিত্র তুলে ধরেছেন। তাঁদের প্রতিবেদনে বলা হয়েছে, এই সহায়তার বেশিরভাগই প্রথম বছরে দেওয়া হয়েছে: প্রথম বছর (বাইডেন প্রশাসন): যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ১৭.৯ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। দ্বিতীয় বছর (ট্রাম্প প্রশাসন): দিয়েছে ৩.৮ বিলিয়ন ডলার। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সামরিক সহায়তার একটি অংশ ইতিমধ্যেই ইসরায়েলে পৌঁছে গেছে এবং বাকিটাও সরবরাহ করা হবে। ওয়াশিংটনভিত্তিক সংস্থা কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল...