যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলপন্থী শক্তিশালী লবিং গ্রুপ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (AIPAC বা আইপ্যাক)-এর একচ্ছত্র প্রভাবে বড় পরিবর্তন আসছে। গাজায় নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন জনগণের সমর্থন কমে যাওয়ায়, বিশেষ করে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায়, ক্যাপিটল হিলের কিছু ডেমোক্র্যাট নেতার কাছে আইপ্যাক ক্রমশ একটি ‘টক্সিক ব্র্যান্ডে’ পরিণত হচ্ছে। এটি মার্কিন কংগ্রেসে ইসরায়েল নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাম্প্রতিক প্রমাণ, যেখানে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বহু বছরের পুরোনো দ্বিদলীয় ঐকমত্য থেকে সরে আসছেন। একসময় ক্যাপিটল হিলে ইহুদি রাষ্ট্রটিকে নিঃশর্ত সমর্থন দেওয়া হতো। এই পরিবর্তনের একটি বড় উদাহরণ হলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাট–দলীয় কংগ্রেস সদস্য ও সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস। তিনি ১৭ বছর ধরে মধ্যবামপন্থী লবিং গ্রুপ ‘জে স্ট্রিট’-এর সঙ্গে সৌজন্যমূলক বৈঠক করলেও, কখনোই তাদের আনুষ্ঠানিক সমর্থন চাননি। জে স্ট্রিট মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক...