ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের জন্য নতুন করে ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও নিরাপদ করতে এসব বিধিনিষেধ চালু করা হয়েছে। নতুন নিয়মগুলো মানা এখন থেকে সকল ওমরাহ যাত্রীর জন্য বাধ্যতামূলক। ৩ অক্টোবর (শুক্রবার) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থা—সবকিছুই সম্পন্ন করতে হবে সৌদি সরকারের সরকারি প্ল্যাটফর্ম ‘নুসুক’ বা ‘মাসার’ সিস্টেমের মাধ্যমে। ১️ ভিসার সঙ্গে বাধ্যতামূলক হোটেল বুকিং:ওমরাহ ভিসার আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল বুক করতে হবে। বুকিং করতে হবে নুসুক বা মাসার সিস্টেমের মাধ্যমে। এতে প্রতারণা ও অনিয়ম কমবে বলে জানিয়েছে সৌদি সরকার। ২️আত্মীয়ের বাসায় অবস্থান করলে হোস্টের তথ্য যুক্ত করতে হবে:যদি কেউ আত্মীয় বা পরিবারের কারও বাসায় থাকেন, তাহলে হোস্টের...