কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকায় অবৈধভাবে বসবাসরত ১৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। এ সময় ২ আশ্রয়দাতাকে আটক করা হয়। তারা হলেন, টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মো. ফয়াজ (৬৫)। গত সোমবার রাতে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে ১৩ জন রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতাকে আটক করা হয়। র্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশনে কিছু রোহিঙ্গার বসবাস করার খবর পেয়ে র্যাব-১৫ সিপিসি-১ এর সদস্যরা অভিযান চালায়।...