বিদ্যুৎকেন্দ্রে ও সার কারখানায় গ্যাস সরবরাহ বাবদ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬২৭ কোটি টাকা। বিপুল পরিমাণ এই বকেয়া বিলের কারণে আমদানি করা এলএনজির দাম মেটাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এর বেশিরভাগই বিদ্যুৎ খাতের বকেয়া। ক্রমবর্ধমান এই বকেয়া নিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ উদ্বেগ প্রকাশ করে দ্রুত তা আদায়ের তাগিদ দিয়েছে। পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাবদ ১৬ হাজার ৫৩১ কোটি টাকা পাবে পেট্রোবাংলা। আর সার-কারখানায় বকেয়া গ্যাস বিলের পরিমাণ ১ হাজার ৯৬ কোটি টাকা। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, এই বকেয়ার কারণে এলএনজি সরবরাহ বাবদ পেট্রোবাংলার কাছে বিদেশি কোম্পানিগুলোর পাওনা ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩৬৬ কোটি টাকা) দাঁড়িয়েছিল। পরে কিছু...