চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের ওমান প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে ঢাকা বিমানবন্দরে নেমে হঠাৎ মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। নাজিম উদ্দিন সিকদার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ হাছান সিকদারের পুত্র। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্বজনরা লাশ নিতে বাঁশখালী থেকে ঢাকার পথে রয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন মৃতের ভাই হেফাজ উদ্দিন সিকদার। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওমান প্রবাসী নাজিম উদ্দিন সিকদার দীর্ঘ দেড় যুগ ধরে ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করতেন। দুবাইয়ে...