জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা এবং কর্মচারীদের দ্বিতীয় পদোন্নতির দাবি ও বৈষম্য নিরসনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে পুনর্বহালকৃত কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ সমাবেশ চলে দুপুর ১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক ও চাকরি রক্ষা কমিটির সাবেক মহাসচিব মোহাম্মদ মিয়া হোসেন রানা, মিয়াজ উদ্দিন, আলমগীর হোসেন, মো. জলিলুর রহমান,...