বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এ বছরই নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং ছাত্র সংসদ নির্বাচন হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। পাশাপাশি নির্ধারিত সময়েই ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় ছাত্র সংসদ, সমাবর্তন, বিশ্ববিদ্যালয় দিবস পালন, ইউজিসির সদস্যপদ লাভ, মাস্টারপ্ল্যান, অডিটরিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ নানা বিষয়ে কথা বলেন। অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘আমরা খুব শিগগিরই গেজেট পাব। ছাত্র সংসদ নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া, কারণ এটি বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত নেই। তবে আমি আমার প্রিয় বেরোবিকে আশ্বস্ত করছি, স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয় বাদে প্রথম...