মিসরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের (সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট অব ইজিপ্ট) সঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি সমঝোতা স্মারক (প্রটোকল) স্বাক্ষরিত হয়েছে। সর্বোচ্চ আদালতের মধ্যে পারস্পরিক বিচার বিভাগীয় সহযোগিতাসংক্রান্ত ‘জুডিসিয়াল কো-অপারেশন প্রটোকল বিটুইন দ্য সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট অব আরব রিপাবলিক অব ইজিপ্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ’ শীর্ষক এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানটি কায়রোতে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট অব আরব রিপাবলিক অব ইজিপ্টের সভাপতি বিচারপতি বুলোস ফাহমির আমন্ত্রণে মিসরের কায়রোতে অবস্থান করছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি মঙ্গলবার বিচারপতি বুলোস ফাহমির সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং...