দেশের সকল পর্যায়ে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইসিডিডিআর,বি আয়োজিত ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৫’ শীর্ষক সম্মেলনে তারা এ আহ্বান জানান। ‘সবার জন্য নিরাপদ, সুলভ ও নির্ভরযোগ্য মেডিক্যাল অক্সিজেনের জাতীয় রোডম্যাপ’ প্রতিপাদ্যে সম্মেলনে নীতিনির্ধারক, বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী, সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, ‘অক্সিজেন প্রাপ্তির ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। তবে সরকার এটি দূর করতে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা একটি জাতীয় অক্সিজেন নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং অক্সিজেনকে অপরিহার্য ওষুধ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা নিচ্ছি।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সিজেনকে ‘অপরিহার্য ওষুধ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে, বিশেষ...