কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রায় অর্ধশতাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। এদিকে শিগ্গিরই মনোনয়ন সিগন্যালের খবরে নেতাকর্মীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা এবং সুনসান নীরবতা চলছে। পছন্দের মনোনয়নপ্রত্যাশীর খোঁজখবর রাখছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ভোটব্যাংকখ্যাত কুমিল্লা জেলায় দলটির মনোনয়নই কঠিন একটি স্তর। এ দলের মনোনয়ন পেলে ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। ফলে দলের মনোনয়ন এখন সোনার হরিণ। ইতঃপূর্বে মনোনয়নপ্রত্যাশীরা দীর্ঘদিন এলাকায় অবস্থান করে সম্মেলন, কমিটি গঠন, তৃণমূলের বিরোধ নিরসন এবং ৩১ দফা বাস্তবায়নে সভা-সমাবেশে ব্যস্ত ছিলেন। এক সপ্তাহ ধরে সব নেতাই ঢাকায় অবস্থান করছেন। জেলার অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন নামক সোনার হরিণ পেতে এখন মরিয়া। দলীয় সূত্র জানায়, কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন ছাড়া বাকি ১০টি আসনে মনোনয়নপ্রত্যাশীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। শুধু ঢাকায় নয়, দল ও জোটের একাধিক নেতা এ...