দীর্ঘ শতাব্দী ধরে সৌদি আরব ছিল মুসলিম তীর্থযাত্রীদের জন্যই উন্মুক্ত। মক্কা ও মদিনার বাইরে কোনো অমুসলিমের জন্য ভ্রমণ ছিল নিষিদ্ধ। কিন্তু ২০১৯ সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এক সিদ্ধান্ত বদলে দিল ইতিহাস। রাজতন্ত্রের এই তরুণ নেতা দেশকে পর্যটনের জন্য উন্মুক্ত করেন, যার ফলেই শুরু হয় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল প্রকল্পগুলোর একটি ‘দ্য রেড সি প্রজেক্ট’। সৌদি আরবের পশ্চিম উপকূলে রেড সির তীরে গড়ে উঠছে এই প্রকল্প, যেটিকে বলা হচ্ছে “বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী পুনর্জীবনমূলক পর্যটন উদ্যোগ”। একে ঘিরে রাজপরিবারের বিনিয়োগের পরিমাণ প্রায় এক ট্রিলিয়ন ডলার যা বিশ্বের ইতিহাসে একক কোনো পর্যটন প্রকল্পে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত। দেশটির লক্ষ্য তেলের ওপর নির্ভরতা কমিয়ে বিলাসবহুল পর্যটনের মাধ্যমে নতুন অর্থনৈতিক অধ্যায় শুরু করা। রিয়াদ থেকে স্বল্প দূরত্বের এক ফ্লাইটে পৌঁছে যাওয়া যায় নবনির্মিত...