রাজধানীর যাত্রাবাড়ীর একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া স্বর্ণের অনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। গত রোববার (৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী সামাদ সুপার মার্কেটের ভেতরে রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলার ‘লিলি গোল্ড হাউজ’ নামের জুয়েলারি দোকানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন লিলি গোল্ড হাউজের মালিক মো. জাকির হোসেন (৩৭)। মামলার এজাহারে তিনি বলেন, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় তিনি ও তার দোকানের কর্মচারী মিজানুর রহমান রাকিব দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সোমবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় তিনি ও তার দোকানের ওই কর্মচারী একই সাথে দোকানের বন্ধ তালা...