এশিয়া কাপে ফাইনাল খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। টুর্নামেন্টের প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে দলটি। ফাইনালে ভারতের বিপক্ষে তো শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র ৩৩ রানে। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচেও ২০ ওভারে তুলতে পেরেছিল ৮ উইকেটে ১৩৫ রান। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—দলে কি বড় ধরনের পরিবর্তন আসছে? চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে কেমন রদবদল দেখা যেতে পারে? পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির খবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের দল চূড়ান্ত করতে ইতিমধ্যে বৈঠকে বসেছেন নির্বাচক কমিটি, প্রধান কোচ ও অধিনায়ক। সূত্র জানিয়েছে, তারা একসঙ্গে বসে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা করেছেন এবং পরবর্তী সিরিজের কৌশল নিয়ে আলোচনা করেছেন। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই দল নিয়েই আলাপ হয়েছে। এশিয়া...