ইকমার্সের দুনিয়ায় ডেলিভারির সময় ক্রমেই কমছে। কিছু কোম্পানি মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে পণ্য পৌঁছে দেয়, আবার কিছু কোম্পানি এক শহর থেকে অন্য শহরে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি নিশ্চিত করে। তবে আন্তর্জাতিক পার্সেল ডেলিভারিতে সাধারণত ৫ থেকে ১৫ দিন সময় লাগে। এবার সেই সময়ের ধারণাকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে একটি আমেরিকান উদ্যোগ। মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে মাত্র এক ঘণ্টার মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পণ্য পৌঁছে দেবে মহাকাশ এবং প্রতিরক্ষা খাতে কাজ করা ইনভার্সন। কোম্পানিটি বিশ্বের প্রথম স্বায়ত্তশাসিত মহাকাশ সরবরাহ যান আর্ক (ARC) তৈরি করেছে। এই যানটি মাত্র ৬০ মিনিটের মধ্যে মহাকাশের মাধ্যমে পৃথিবীর যেকোনো শহরে সরবরাহ পৌঁছে দিতে পারে। আর্ক যানটি ৮ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া। এটি একবারে ২২৭ কিলোগ্রাম পর্যন্ত মালামাল বহন করতে সক্ষম। যানটি পৃথিবীর...