সদ্য মা হওয়া এক স্কটিশ তরুণী করিনা হোয়াইট ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র কয়েক সপ্তাহের সন্তান জন্ম দেওয়ার পর এক কাপ চা পান করতেই হঠাৎ তাঁর মুখের একপাশ অসাড় হয়ে যায়। ঠোঁট, চোখের পাতা ও মুখের মাংসপেশি নড়াতে পারছিলেন না করিনা। ৩০ বছর বয়সী করিনা হোয়াইট গত ৮ আগস্ট জন্ম দেন কন্যা ম্যাকেঞ্জিকে। প্রসবের ১০ দিন পর চা খাওয়ার সময় ঘটল অদ্ভুত অভিজ্ঞতা। তিনি অনুভব করেন, মুখের বাঁ দিক ক্রমশ ঝুলে পড়ছে। প্রথমে তিনি ভেবেছিলেন, এটি অ্যালার্জি বা স্ট্রোক হতে পারে। তবে হাসপাতালে পরীক্ষা করেই জানা যায়, করিনা ‘বেলস পালসি’ রোগে আক্রান্ত হয়েছেন। বেলস পালসি এমন এক রোগ, যেখানে সাময়িকভাবে মুখের একপাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় এবং নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে যায়। চিকিৎসকরা করিনাকে পাঁচ দিনের স্টেরয়েড দেন, যা পরিস্থিতি...