সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন নথি ইঙ্গিত দেয়—রাশিয়া ইরানকে উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও সামরিক প্রযুক্তি সরবরাহ করছে, যা মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে এবং ইসরাইলের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করবে। নথিটি হ্যাক করে প্রকাশ করেছে হ্যাকার গ্রুপ ব্ল্যাকমিরর। নথির খসড়া অনুযায়ী, রাশিয়ার রোস্টেক কর্পোরেশন ও তার সাবকনসার্ন রেডিও ইলেকট্রনিক টেকনোলজিক্স থেকে ইরানকে গ্রাহক কোড ৩৬৪ হিসেবে উল্লেখ করে প্রায় ৬ বিলিয়ন ইউরো মূল্যের চুক্তি করা হয়েছে। সেখানে ইরানের জন্য ৪৮টি আধুনিক ফাইটার জেট কেনার বিষয়ে বন্দোবস্ত আছে—যা সূত্রটিতে রাশিয়ার কিংবদন্তি ‘ফ্ল্যাঙ্কার’ পারিবারের আধুনিক সংস্করণ হিসেবে বর্ণিত। রপ্তানি চুক্তির পাশাপাশি নথিতে উল্লেখ আছে, রাশিয়া শুধু যুদ্ধবিমান রপ্তানি করবে না, ইরানের ভূখণ্ডে ইতোমধ্যে প্রকৌশলী ও কনসালট্যান্ট পাঠিয়ে সম্ভাব্য ‘সংযোজন ও উৎপাদন’ প্রজেক্টেও সহায়তা শুরু করেছে। সূত্রে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকেই...