বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজে বলেছেন, আপনি যেটা বললেন, আমরা জানি সোহান কতটা গুরুত্বপূর্ণ উইকেটরক্ষক বাংলাদেশের জন্য। ও (সোহান) কিন্তু বাংলাদেশের বেষ্ট উইকেটরক্ষক। অবশ্যই ওডিআইতে ওর সুযোগ থাকবে বেশি। অধিনায়ক হিসেবে আমি সেটা চাই। ও অনেক অভিজ্ঞ। বাংলাদেশের দলে খেলেছে। যদি সুযোগ পায় সে বাংলাদেশকে অনেক কিছু এনে দেবে। মঙ্গলবার (৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি। সেখানে সোহানের ফিনিশিং কিংবা নির্দিষ্ট কোনো ব্যাটার-বোলারের ওপর নির্ভরশীল হতে চান না মিরাজ। জানিয়েছেন সে কথাও। নুরুল হাসান সোহান ‘ফিনিশার’ হিসেবে নিজেকে বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, যদি আলাদা ভাবে নাম বলি। এক দুইজনের ওপর নির্ভর করি তাহলে আমরা জিতে পারবো না। ওভার অল সবাইকে পারফর্ম করতে হবে। ক্রিকেট টিম গেম। ১১ জন খেলবে। প্রত্যেকেই যেন যার...