পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা দেশটিতে বসবাসকারী অভিবাসীদের বসবাস অনুমোদন বা রেসিডেন্ট নবায়নের প্রমাণপত্র এবং আয়ের হিসেব সম্বলিত কঠিন শর্ত আরোপ করেছে। ফলে অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা এক জটিল পরিস্থিতিতে পড়েছেন। পর্তুগালে বসবাসকারী অভিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে পারছেন না। তবে গত জুন মাসে দেশটির অভিবাসন অধিদপ্তর রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য সুযোগ করে দিলেও এখনো অভিবাসীদের কাছ থেকে বসবাসের প্রমাণপত্র হিসেবে বাড়ির মূল মালিকের কাছ থেকে ঘোষণাপত্র আহ্বান করছে। শুধু তাই নয় আয়ের বিস্তারিত প্রমাণ দাখিল করতে বলা হচ্ছে। অর্থাৎ অভিবাসীরা যে কাজ করেন তার প্রমাণ হিসেবে আয়ের ঘোষণাপত্র এমন কী পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে, সদস্য সংখ্যা অনুযায়ী আয়ের হিসেবে উপস্থাপন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। প্রবাসী বাংলাদেশি কামরুজ্জামান জানান, আজ প্রায় ছয় বছর ধরে...