ইরানের হাতে কি ইসরাইলের বহু গুরুত্বপূর্ণ নথি চলে আসায় সমুদ্রপথেই শুরু হতে পারে ইরান-ইসরাইলের নতুন কোনো সংঘাত? ইসরাইলি নথি হাতে আসার পর থেকেই ইরানের নৌবাহিনী যেন আরো তৎপর—এমনটা সচরাচর দেখা যায় না। কিন্তু কেন? পারস্য উপসাগরের নীল জলে নেমে এসেছে এক নিঃশব্দ সতর্কতা। দূর থেকে শান্ত দেখালেও যেন প্রতিটি ঢেউ বলছে, এখানে ভুল করলে তার মাসুল হবে ভয়ঙ্কর। আর এই সতর্কতার পেছনে আছে ইরানের এক দৃঢ় কণ্ঠ: ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস-এর (IRGC) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, "শত্রু যদি সমুদ্রে কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তার প্রতিক্রিয়া হবে কঠিন, দ্রুত আর অনিবার্য।" পারস্য উপসাগরের প্রতিটি দ্বীপ প্রতিরোধের দুর্গকি এমন আত্মবিশ্বাসে ভরপুর ইরান যে সমুদ্রের প্রতিটি দ্বীপকে প্রতিরোধের দুর্গে পরিণত করেছে? জেনারেল পাকপুর সম্প্রতি পারস্য উপসাগরের কয়েকটি...