সৌরজগতের ভেতর দিয়ে ছুটে চলা এক রহস্যময় আন্তর্নাক্ষত্রিক বস্তু নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের আকাশ থেকে যে ছবি পাঠিয়েছে, তাতে বস্তুটিকে বিশাল নলাকার আকারের মতো দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রঙিন এডিট করা ছবিতে সবুজ আভা ছড়াতে থাকা এই বস্তুটিকে ‘৩আই/অ্যাটলাস’ নাম দেওয়া হয়েছে। এটি বর্তমানে মঙ্গলের পাশ দিয়ে সূর্যের দিকে অগ্রসর হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অ্যাভি লোব দীর্ঘদিন ধরে মনে করছেন যে বস্তুটি ভিনগ্রহী কোনো মহাকাশযান বা প্রোব হতে পারে। তিনি রোভারের তোলা ছবিগুলো বিশ্লেষণ করেছেন। দূরত্ব, গতি এবং ক্যামেরার সেটিং পর্যালোচনা করে তাঁর প্রাথমিক ধারণা, আসলে বস্তুটি এতোটা লম্বাটে নয়। লোব জানান, রোভারের ন্যাভক্যাম ক্যামেরা প্রায় ১০ মিনিট ধরে শত শত ছবি একত্রে তুলেছে। ফলে বস্তুটি একটি বলের বদলে গাছের গুঁড়ির মতো নলাকার...